কখনও ভেবেছো কি, কথা দিয়ে কথা না রাখলে
মন ভেঙ্গে যায় তার, যারে তুমি কথা দিয়ছিলে  ;
কেমনে পারলে তুমি দূরে ঠেলে দিতে তারে ?
ভালবেসে থাকবে কাছে কথা দিয়ছিলে যারে ।
তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল তার,
আঘাতে তোমার, স্বপ্ন হল ভেঙ্গে চুরমার ।
তুমি নারী ছলনাময়ী বহুরূপী নটী বিনোদিনী ,
তুমি এই আছো এই নেই তুমি লালসায় বন্দিনী ;
মরিচিকা সম তুমি আলেয়ার আলো জীবনে আমার ,
কুহেলিকা হয়ে আমার জীবনে তুমি রইবে কত আর ?