রক্তে আমার প্লাবন বইছে হৃদয়ে আগুন জ্বলছে ,
কত আর দেখবো বর্বরতা যা আজ মানুষ করছে ;
মানুষ কেন যে হুজুগে মাতাল গুজবে পাগল হয় ,
আবেগতারিত হয়ে কেন ন্যায় অন্যায় ভুলে যায় ?
মানুষের মাঝে নেই কোন বিশ্বাস নেই মায়ামমতা ,
স্বার্থের লাগি মরিয়া মানুষ আচরনে থকে দৈন্যতা ;
চারিদকে আজ মানুষরূপী হায়নারা দেয় হুংকার ,
গুম খুন ধর্ষন আর গণপিটুনীর ঘটনা নিত্যকার ।
এমন সমাজে বাঁচতে হলে লড়তে হবে জোরকদম ,
অন্যায় আর জুলুমের প্রতিবাদ করতে হবে হরদম ;
এসো হে যৌবন তরুণ তাজা প্রাণ এসো নবীন ,
জুলুমের প্রাচীর ভেঙ্গে ফেরাও শন্তি সুখের দিন ।