কত কষ্ট দিয়েছি  তোমায় মাগো
সত্যি বলছি, চাইনা দিতে আর ।
অনেক কষ্ট দিয়েছি মা আমি
যখন ছিলাম গর্ভে তোমার ;


নাড়ীর বাধঁন কাটলো যখন
কষ্টে তুমি বিবশ হলে,
জানি আমি, আমায় পেয়ে তুমি
সকল কষ্ট গেলে ভূলে ।


শিশুকালে তোমার হাতের ছোয়ায়  
ঘুমিয়ে যেতাম আমি,
কিশোর বেলায় অবাধ্য হয়েছি বলে
কত কষ্ট পেয়েছো তুমি ।


যৌবনে তোমায় কষ্ট দিয়েছি
প্রেমের বাধঁনে জড়িয়ে,
শুভকামনায় আমাকে তুমি
দিয়োছো দূরে সরিয়ে ।


জীবনের পড়ন্ত বিকেলে আজও
তোমায় কষ্ট দিয়েই যাচ্ছি,
মাগো তোমায় ছেড়ে দূরে থাকার
কষ্ট আমিও এখন পাচ্ছি ।