কাঠফাটা রোদ্দুর
কাল মেঘ কদ্দুর ,
জৈষ্ঠের খরতাপ
বরিষণ টুপটাপ ।
বজ্রের গর্জন
বায়ু বয় শনশন ,
আসে ঝড় সবেগে
বুক কাপে আবেগে ।
মধু মাস জৈষ্ঠ
আম খাব শ্রেষ্ঠ ,
হিমসাগর ফজলি
ল্যাংড়া আম্রপলি ।
খাই লিচু কাঠাল
রসেতে ভরা তাল ,
কালজাম লটকন
মাছি করে বনবন ।
ভাল লাগে তরমুজ
আরো খাও খরমুজ ,
জৈষ্ঠে কত ফল
ভাবলে ঠোঁটে জল ।
আমরুজ জামরুল
হয়না গো খেতে ভুল ,
ঝড় বাদলে ভয় কি ?
আম বাগানে যাও কি ?
জৈষ্ঠ মাসে তাই
গ্রামের বাড়ি যাই ,
গাছে পাকা আম খাই ,
কাঠাল খেয়ে ঘুমাই ।