অভিমানী মা গো আমায়
করো তুমি ক্ষমা ,
এ ভুবনে যত নারী
তুমিই শ্র্রেষ্ঠতমা  ।
কত দুষ্টু ছিলাম মাগো
দিতাম কত কষ্ট ,
শত কষ্টেও আদর দিতে
মনে পড়ে স্পষ্ট ।
পরীক্ষাতে খারাপ করে
মন করেছি ভার ,
তুমি তখন আদর করলে
রয়না কষ্ট আর  ।
আজ তুমি নেই এই ভুবনে
আছে কত স্মৃতি ,
স্নেহ মায়া আরও কত
দিয়েছিলে প্রীতি ।


জানিনা মা তুমি কোথায়
আশা করি ইল্লিনে ,
আল্লাহ তুমি ঠাঁই করে দাও
জান্নাতেরই বাগানে ।


‘ইল্লিন’ আরবী শব্দ, যার অর্থ শান্তিময় স্থান, উর্ধ্ব জগত ইত্যাদি। প্রচলিত অর্থ  মৃত্যুর পর মুমিনদের আত্মার উর্ধ্বলোকে বসবাসের শান্তিময় স্থান।
( ১৬ ই অক্টোবর আমার মায়ের মৃত‍্যু দিবস, মায়ের জন‍্য সবার কাছে দোয়া চাই )