মনের যত কালিমা রয়েছে
মুছে ফেলো সব চিরতরে ,
মানব সেবা পরম ধর্ম মেনে
দীনহীনে দাও অকাতরে ।
ভালবাসো হৃদয় উজার করে
বঞ্চিত লাঞ্চিত মনবেরে ,
সব দ্বিধা ভূলে কাছে টেনে নাও
নির্যাতিতা সব রমনীরে ।
মানুষের পাশে দাড়াও তোমরা
সমাজের সব বিত্তশালী ,
অভাবে কেন মরবে প্রতিবেশী
দুমুঠো অন্ন হাতে দাও তুলি ।
স্বার্থের লাগি কেন এত বিদ্বেষ
কেন এত দ্বন্ধ হানাহানি ,
মানুষের পাশে থাকলে মানুষ
বন্ধ হবে সব প্রাণহানি ।