মানবজীবন কত বিচিত্রই বটে,
পদে পদে কত বাঁধা যন্ত্রণা পাওয়া ;
জীবনভর তাদের কত কিনা ঘটে ;
প্রতিকূলতা ক্ষত বিক্ষত হওয়া ।


জগতে বাঁচার মতো বাঁচতে চাইলে
দুঃসময়ে ধৈর্য ধরে লড়তেই হবে ,
প্রবল আগ্রাসী যুদ্ধে ঝাঁপিয়ে পড়লে
মানব জীবনে সদা সাফল‍্য আসবে ।


আত্মবিশ্বাস হৃদয়ে থাকলে জেতার
সকল বাঁধা ডিঙ্গিয়ে দৃপ্ত পদে চলো ,
ভয় পেওনা আবার পিছিয়ে পড়ার
প্রাণখোলা হাসি দাও মিষ্টি কথা বলো ।


একদিন ঝলমলে রোদ হাসবেই ,
জীবনে তোমার দুঃখ দিন ফুরাবেই।



চতুর্দশপদী কবিতা
শেক্সপীরিয় ধারার সনেট
অন্ত্যমি :  ক খ ক খ, গ ঘ গ ঘ : ঙ চ ঙ চ , ছ ছ