বহুকাল ধরে দেখি এই জনপদে
বাড়িছে মানুষ ক্রমে জ‍্যামিতিক হারে,
কেঁপে ওঠে লোকালয় মানুষের ভারে
সভ‍্যতার পানে ধায় প্রতি পদে পদে।
প্রকৃতির বৈরিতায় আপদে বিপদে
পাশাপাশি থেকে ছোটে সভ‍্যতার দ্বারে
নতুন বসতি গড়ে বাঁচাতেও পারে
গোষ্ঠী তন্ত্রে মত্ত হয়ে জড়ায় আপদে।


প্রেম ভালবাসা আসে মানব জীবনে,
স্নেহ মায়া মমতায় বাঁধা পড়ে যায়,
মর্ত‍্যের মানুষ শুধু সুখ খুঁজে মরে ;
সুখের লাগিয়া তারা নানা পথ ধরে,
শত দুর্যোগেও তারা কাছে কাছে রয়,
বিরহ জ্বালায় জ্বলে অমোঘ মরণে।



পেত্রার্কীয় সনেট