তোমরা আমায় যতই কর বারন
আমি মানবতার জয়গান গাইবো ,
যতই তোমরা ধরাও বুকে কাঁপন
জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবো ।


পৃথিবীতে আসিয়াছে কত স্বৈরাচার
ফেরাউন নমরুদ চেঙ্গিস তৈমুর ,
মুসোলীনি হিটলার কত দুরাচার
তাদেরই শোষণে মানবতা ভঙ্গুর ।


ক্ষমতা বিত্ত বৈভব ও আধিপত্যের
লাগিয়া মানুষ যখন হয় উন্মাদ ,
মাত্রা বাড়িয়ে দেয় তারা নির্যাতনের
নিঃশ্ব মানুষ পায় স্বৈরাচারের স্বাধ ।


কালের আবর্তে সময়ের ব্যবধানে
সকল স্বৈরাচারই ধ্বংস হয়ে যায় ,
শুধু রাখিয়া যায় তারই ক্ষত চিহ্ন ,
সেই চিহ্ন ধরে ফের শক্তি ফিরে পায় ।


সমাজে যদি থাকে বঞ্চনা অবিচার
জুলুমের প্রতিবাদ আমি করবোই ,
যেখানে দেখবো মানবতার লঙ্ঘন ,
কবিতা গানের সুরে আমি লড়বোই ।