ছয় রিপু কাম, ক্রোধ, লোভ,
মোহ,মদ ও মাৎসর্য ,
এদের কারনেই মানুষ
হারায় তাদের ধৈর্য ।


স্বার্থের দন্দ্বে মানুষগুলো
বার বার করে ভুল ,
বিধাতা তাহার শাস্তি দিতে
ভুল করে না একচুল ।


মানুষ সৃষ্টির সেরা সৃষ্টি
সে ধৈর্য ফিরিয়ে আনে ,
ভালবেসে সবাইকে সে যে
আপন করতে জানে ।


পিছনে ফেলে দ্বিধা লাজ
মানুষ এগিয় চলো ,
ভুলে সকল আপন পর
মানবতার জয় বলো ।