সৃষ্টি জগতের আদি থেকে অদ‍্যাবধি
জীব জগতে চলছে দ্বন্দ্ব চিরকাল,
বেঁচে থাকার লড়াই চলে নিরবধি
এভাবেই কেটে যায় কাল মহাকাল।
জীবন তরঙ্গ যেন স্রোতস্বিনী নদী,
কখনও বয়ে চলে হয়ে সে উচ্ছল,
কখনও থেমে যায় অশ্রু টলমল ;
জীবনে তখন আসে জরা আর ব‍্যাধি।


মানুষই পারে শুধু নিজেকে পাল্টাতে,
জগতে আর কারও নেই সে যোগ‍্যতা ;
শান্তি আসবেনা ফিরে জড়ালে সংঘাতে,
বদলালে আচরণ পাল্টায় সভ‍্যতা।
জরা ব‍্যাধি দূর করে পাল্টে দেয় দৃশ‍্য,
মানুষই গড়ে তোলে ডিজিটাল বিশ্ব।