ক্ষুদ্র স্বার্থে ব্যস্ত মানুষ আজ
ব্যস্ত নিজের কল্যানে  ,
রক্তের বাঁধনও মিথ্যে হয়
ব্যক্তি স্বার্থের সন্ধানে ।
হিংসা বিদ্বেষ হানাহানি হয়
স্বার্থ রক্ষার কারনে ,
স্বার্থের সংঘাতে রক্তনদী
বয়ে যায় এই ভূবনে ।
মানুষের আজ মনুষ্যত্ব নেই
নেই কোন ভালবাসা ,
ভোগবিলাসে মত্ত সবাই
আছে লোভ লালসা ।
সবাই জানে কেউ বলেনা
মনুষত্যের সংজ্ঞা কি !
জানা কথা মানবে সবাই
এমন ঘটনা ঘটবে কি ?
মানুষ মানুষের বন্ধু হবে
বিপদে সে সঙ্গী হবে .
হিংসা বিদ্বেষ হানাহানি
এক নিমিষে বন্ধ হবে ।