জন্ম আর মৃত্যুর মাঝখানে মানুষের
একটাই জীবন একবারই পথচলা ,
কখনও মসৃণ, কখনও তা অতি দুর্গম  ;
আমৃত্যু থামবেনা এই পথচলা ।
জীবনের অলিগলিতে কতজন কাছে আসে ,
কেউ কেউ আবার দূরেও সরে যায় ;
তবুও জীবন থেমে থাকেনা, রুদ্ধ হয়না চলার গতি ,
বহতা নদীর মত তাকে ছুটে যেতে হয় ।
নদী যেমন জন্মলগ্ন থেকে আকাবাকা পথে
সাগরের মোহনায় এসে নিজেকে হারায় ,
জীবনের গতিও তেমনি রুদ্ধ হয়
মৃত্যু যখন এসে তার দুয়ারে দাঁড়ায়  ।
সুখ দুঃখ হাসিকান্নায় ভরা
মানুষের একটাই জীবন ,
যুদ্ধ শুধু যুদ্ধ করেই তাকে
বাঁচতে হয় আমরন ।