মনে মনে ভাবছি আমি দিবস-যামী,
মানুষ কেন ষড় রিপুর অনুগামী !
মানুষে মানুষে কত প্রেম ভালবাসা ,
সুখী নীড় হবে কত স্বপ্ন কত আশা ।
লোকে লোকান্তরে মানুষের পদধ্বনি ,
স্বার্থ চিন্তায় মানুষ করে হানাহানি ;
ক্ষুধা তৃষ্ণা কত বাজিছে মানব বুকে ,
বহুকাল কাটে তাদের দুঃখে শোকে ।


জানিনা কিসের লাগি আসিনু ধরায়
বহুকাল কাটাইনোরে হেলা খেলায় ,
আজ কষিলাম অংক জীবন খাতায় ,
দেখি শুধু কাটাকুটি পাতায় পাতায় ।  
তবুও থেমে থাকেনা মানবজীবন  ,
থামবে তা একদিন আসলে মরণ  ।