কত হুংকার চিৎকার সব আজ স্তব্দ ,
থেমে গেল সব যন্ত্র দানবের শব্দ ;
সড়কে চলেনা যান রেলগাড়ী বন্ধ ,
গৃহবন্দী মানুষেরা সময়টা মন্দ ।
কলকারখানা বন্ধ রয়েছে বহুদিন ,
লক্ষ লক্ষ শ্রমিক হয়েছে কর্মহীন ;
আকাশ যান হয়েছে বন্ধ বহুদিন ,
প্রকৃতি যেন আজ হল মুক্ত স্বাধীন ।
করনা ভাইরাস বিশ্বে এনেছে চিন ,
স্বীকার করেনা ওরা কত অর্বাচিন ;
নাম দিয়ছে তার কভিড নাইনটিন ,
কি ভয়ঙ্কর মানুষ বুঝেনি এতদিন ।
তারই মাশুল দিচ্ছে মানুষ বিশ্বজুড়ে ,
দেশ বিদেশে মরছে মানুষ অকাতরে ;
ইচ্ছেমত চলাফেরা করছে সকলে ,
মানুষ পড়লো মহামারীর কবলে ।
বিশ্ব আজ পরাভূত করোনার আঘাতে ,
লকডাউন দিয়েও পারছেনা ঠেকাতে ;
মানুষ আজ অসহায় মৃত্যুর শঙ্কায় ,
প্রকৃতি রুদ্র হলে কে তারে ঠেকায় ?


********************