সারা দুনিয়ায় আজ মাতম উঠেছে
হায় হোসেন হায় হোসেন,
কারবালার প্রান্তর কাঁপে থরো থরো
হায় হোসেন হায় হোসেন!
মুহররমের দশম দিনে ঘটেছিল
হৃদয় বিদারক সে ঘটনা,
ঈমাম হোসেন প্রাণ দিলেন ঘাতক
সীমার হস্তে, নয় তা রটনা!
সত্য ন্যয় আর ধর্ম বাঁচাতে হোসেন
করেছিলেন প্রতিবাদ,
মানে না তা উমাইয়া পুত্র ইয়াজিদ
হানলো সে মরণ আঘাত!
বিশ্বনবীর দৌহিত্র ঈমাম হোসেন
ইসলামী চেতনার সীপাহী,
জীবন দিলেন তবু করেনি আপোষ
ছিলেন সত্যের পতাকাবাহী।
দিকে দিকে আজ শুনি তার জয়গান
স্মরণ করে সব মুসলমান,
ফোরাত নদীর তীরে সেই আর্তনাদ
শুনি কোরানের আহবান।