মশা মাছি করবে  ঝগড়া কোমর বেধেছে ,
কেউ কাউকে ছাড় দেবেনা পণ করেছে ;
মাছি বলে, 'ওরে মশা তুই যে বড় রক্তচোষা '
'মাছি তোর জীভেতে বিষ 'রেগে বলে মশা ।


মাছির ছোয়ায় হয়  কলেরা ও নিউমোনিয়া ,
মশার কামড়ে হয় ডেঙ্গু জিকা চিকনগুনিয়া ;
মাছি করে রক্তদূষন মশা ছড়ায় ম্যালেরিয়া ,
এই নিয়ে বাড়াবাড়ি করে ওরা দুজন মিলিয়া ।


মানুষ যখন মশা মাছি মারতে ঔষধ ছড়ায় ,
মশা মাছি দুজনে একযোগে করে হয় হায় ।