মাতৃ আজ্ঞা শিরোধার্য ভাবিল যে জন
মনে তার মাতৃপ্রেম অগাধ অঢেল ,
মায়েরে কষ্ট দেবেনা করিল যে পণ
মায়ের বিরহে তার বুকে ফাটে শেল ।


দশ মাস দশ দিন গর্ভে ধরে রেখে
যে মা আনিল তাহারে ধরিত্রীর বুকে ,
জীবনে প্রথম শিক্ষা তার কাছে শেখে
সে ই থাকে পাশে তার সব সুখে দুঃখে ।


এমন মায়েরে বলো কে হারাতে চায়
মা ছাড়া জীবন সে তো বড় ব্যথাময় ,
সকলে রাখুক তারে তুলিয়া মাথায়
বিরহে চোখেতে তার অশ্রু বন্যা বয় ।


যার বুকে মাতৃপ্রেম আছে রাশি রাশি ,
সে শুধু বলে মাগো তোরে ভালবাসি ।


শেক্সপীয়রিয় রূপকল্প