যে টুকু প্রতিদান দেয়ার কথা পারিনি তা দিতে,
শোধ কখনও যায় কি করা মাতৃ স্নেহের ঋণ !
ভুল করিনা কভু মায়ের আদর সোহাগ নিতে,
যে টুকু প্রতিদান দেয়ার কথা পারিনি তা দিতে।
কাছে যখন ছিলে পারিনি তোমার মূল‍্য বুঝিতে,
হারিয়ে তোমায় করুণ সুরে বাজলো মনোবীণ ;
যে টুকু প্রতিদান দেয়ার কথা পারিনি তা দিতে,
শোধ কখনও যায় কি করা মাতৃ স্নেহের ঋণ !