মাতৃভূমি বাংলা তুমি নও তুলনার ,
মুগ্ধ হয়ে চেয়ে দেখি প্রতিমা তোমার ;
তোমার রূপেতে জাগে প্রেমের স্পন্দন ,
দূরে যেতে নাহি পারি ছিড়ে সে  বন্ধন   ।


তোমার অন্তরে থাকে কত তৃষ্ণা ক্ষুধা ,
বুকেতে ধারন করা আছে কত সুধা ;
ছিল পরাধীনতার  শাসন  শোষণ   ,
এখন স্বাধীন তবু কেন দুঃশাসন !


অতিবৃষ্টি অনাবৃষ্টি করে আনাগোনা ,    
দুর্ভিক্ষের সাথে তাই হয় দেখাশোনা ;
ঝড় বাদলের সাথে আছে জানাশোনা ,
অন্তরে সুখ স্বপ্নের শুধু জাল বোনা ।


মহামারি কেড়ে নেয় জীবনের শক্তি ,
তবু তোমার বুকেতে থাকি নিয়ে ভক্তি ।