মে দিবসের ছড়া


খেটে খাওয়া মানুষের এক দাবী,
'শ্রমের ন‍্যায‍্য মজুরী শুধু চাই ;
মেহনতী মানুষের একটাই দাবী,
'অন্ন বস্র বাসস্থান যেন পাই।


শোষন বঞ্চনা আর পেতে চায়না
বেঁচে থাকার অধিকার চায়,
ঘৃনা বিদ্বেষ সংঘাত আর চায়না
তাই ওরা মু্ক্তির গান গায়।


অস্র গুলিতে ভয় পায়না শ্রমিক
প্রতিবাদ করতে জানে,
মেহনতি মানুষেরা রক্ত দিয়ে
বিজয় ছিনিয়ে আনে।


       ******


পহেলা মে ( সনেট )


মেহনতি মানুষের একটা চাওয়া,
শুধু দু’বেলা দু’মুঠো খাবার পাওয়া ;
পুঁজিবাদে বড় অস্র শোষন বঞ্চনা,
মালিক শ্রমিক দ্বন্ধ যে শেষ হয়না।
মাথার ঘাম পড়ছে পায়ে নানা কাজে
বিনিময়ে চায় কড়ি, মরেনা সে লাজে ;
শ্রমের সঠিক মূল‍্য মালিক দেয়না,
বৈষম‍্য সংঘাত নিত‍্য দিনের ঘটনা।


প্রতিবাদে শ্রমিকেরা নামে রাজপথে,
শুরু হয় আন্দোলন ন‍্যায‍্য মূল‍্য পেতে ;
আঠার শত ছিয়শী সাল পহেলা মে,
শিকাগো শহর হল সিক্ত রক্ত ঘামে।
দাবী আদায়ে শ্রমিক দিয়েছে জীবন,
কর্মঘন্টা ন‍্যায‍্য ভাতা হল নির্ধারন।


             ******