ইতিহাসের পাতা থেকে ওঠে এসেছি
আমি এক প্রলেতারিয়েত,
শ্রম বিক্রি করে ঘাম ঝরিয়ে বেঁচে আছি
আমি এক প্রলেতারিয়েত।
আমি কৃষক মাঠে ফসল ফলাই,
আমি আমার অধিকার চাই ;
আমি শ্রমিক কারখানার মেশিন চালাই,
আমি আমার ন‍্যায‍্য পাওনা চাই।
আমি কামার কুমার তাঁতি তোমাদের জীবন সাজাই,
আমি আমার শ্রমের মূল‍্য চাই।
যুগে যুগে কত শোষণ বঞ্চনায় কষ্ট পেয়েছি,
কত বুকের রক্ত ঝরিয়েছি ;
তবু আজও হয়নি ইচ্ছে পূরণ,
আজও করি মানবেতর জীবন ধারন।
আজও সমাজপতিরা করে অবহেলা,
ন‍্যায‍্য পাওনা আজও হয়নি পাওয়া।
তাই আর একবার গর্জে উঠতে চাই
আর একবার বুকের রক্ত দিয়ে বলতে চাই
আমি আমার ন‍্যায‍্য পাওনা চাই।