মৃত্যুকে তুই করিসনা আর ভয়
কর্ম দিয়ে করবি তারে জয় ,
যুগের হাওয়া পাল্টে গেছে ভাই
ভয় পেলেই তোর মিছে জীবনটাই ।


তাই বলে কি তারুণ্যকে গৃহে বন্দী করে ,
মরার আগেই মরবি তোরা হতাশাকে ঘিরে ;
মৃত্যু ভয়ে পিছিয়ে আর থাকিস না ,
হৃদয়ে আর কোন দ্বিধাদ্বন্দ্ব রাখিস না ।


মৃত্যু এলে মরতে হবে এইতো নিয়তি
তবে কিসের এত ভয় ?
যারা দেশের জন্য জীবন করে বিসর্জন
তারা অমর হয়ে রয় !


ঘরের কোনে লুকিয়ে থেকে ওরে ,
কে বলেছে একা কাঁদতে তোরে ?
কাদিস না ভাই কাদিস না আর তোরা ,
ঊষার আলোয় নব কেতন ওড়া ।