সময় যখন হবে আসবে তখন
প্রাণ সংহার করতে ঐ আজরাইল ,
মরণ যন্ত্রনায় এ দেহ হবে নিল;
জীবন দেখবে চির বিদায়ের ক্ষণ ।


জীবনে আসবে জানি অমোঘ মরণ
ক্ষণস্থায়ী এ জীবন কত অনাবিল
জীবনের বাঁকে বাঁকে কত গড় মিল
তবু বল কে ছাড়তে চায় এ ভুবন ?


চলছে লড়াই জন্ম থেকে অদ‍্যাবধি,
প্রিয়জন ছেড়ে শান্তি কোথাও পাইনা ;
প্রতিক্ষার দিন শেষ হবে একদিন ।
বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত নিরবধি ;
কভু মৃত‍্যুকে বরন করতে চাইনা ।
তবু জীবনে আসবে বিদায়ের দিন।


           ****


আজরাইল—যমদূত
পেত্রার্কিয় সনেট