তোফাজ্জলের মৃত‍্যু নিয়ে
বলছো এত কথা,
আবরারের সেই মৃত‍্যুতেতো
পাওনি এত ব‍্যথা!
বিশ্বজিতের মরণ কান্না
আজ ও ভুলিনি,
তোফাজ্জলের মৃত‍্যুও তাই
সইতে পারিনি।
ঘৃণা জানাই এসব হত‍্যার
সঠিক বিচার চাই,
আন্দোলনকে কলঙ্কিত
করার ফন্দি ভাই।
শত শত মৃত‍্যু দেখেও
কষ্ট পায় না যারা!
তোফাজ্জলের মৃত‍্যু নিয়ে
কেন সোচ্চার তারা?
যে যাই বলুক মব জাস্টিস
যায় না মেনে নেয়া,
ঘাতকদের এ সমাজে
যাবে না ঠাঁই দেয়া।