পোড়ামুখী, আর কত কাঁদবি তুই !
কাছে থেকেও যে তোকে বুঝলো না ,
তার জন্য আর কত অপেক্ষায় থাকবি তুই ?
কত পথ একসাথে চলেছিস ,
দুজনে হাত ধরে কত গান গেয়েছিস ;
শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টিতে কতবার ভিজেছিস ।
তবু তোর হয়নি আশা পূরণ ,
কথা দিয়ে কথা রাখেনি সে ভন্ড প্রেমিক ;
সুসময়ে এসে সে করেছে তোর হৃদয় হরন ।
বলেছিল সে নিয়ে যাবে তোকে একা ,
ঝড় বাদলের দিনে সমুদ্র সৈকতে ;
কত ঝড়বাদল এল গেল সে আর দিলনা দেখা ।
কৈশোরে যার দেখা পেয়েছিলি ,
হৃদয় নিংড়ে প্রেম দিয়ে যারে ভালবাসলি ;
বিনিময়ে বিচ্ছেদের জ্বালা ছাড়া আর কি পেলি ?
তবু তোর মন মানেনা ওরে পোড়ামুখি !
অনেক আশায় বুক বেঁধেছিস আসবে সে ফিরে ;
স্বপ্ন দেখিস, তাকে নিয়ে ঘর বাঁধবি হবি তুই সুখী !