অন্তহীন এক শোকের সাগরে ভাসাইয়া বাঙ্গালীরে ,
ওগো জাতির পিতা মুজিব তুমি চলে গেলে পরপারে ;
ঘাতকের বুলেট তোমার বুকখানা ঝঁজরা করেনি
করেছে ক্ষতবিক্ষত আমার বাংলা মায়ের দেহখানি ।


আজও কানে বাজে সেই বজ্রকন্ঠ স্বাধীনতার ডাক ,
চেয়েছিলে তুমি বাংলা হতে শোষন বঞ্চনা মুছে যাক ;
তোমার ডাকে সাড়া দিয়েছিল বাংলার দামাল ছেলেরা ,
নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা এনেছিল তারা ।


তুমি বাঙ্গালীর ত্রাণকর্তা সকলের নয়নের মনি ,
তুমি বঙ্গবন্ধু পথের দিশারী আমরা সবাই মানি ;
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশর স্থপতি ,
বাঙ্গালীর মনে চিরদিন অমর রবে তোমার স্মৃতি ।


তোমার জন্মশত বার্ষিকীতে হৃদয় করে হাহাকার ,
কেমনে ভুলি রাসেল সহ তোমাদের আর্তচিৎকার :
শোকে দুঃখে অন্তর আমাদের ফেটে হয়ে যায় চৌচির ,
তুমি নেই ভাবিনা আমরা , তুমি আছো উঁচু করে শির ।



( মুজিব শতবার্ষ উদযাপন উপলক্ষ্যে ও বিশেষ সংখার জন্য লেখা )