আজও কানে বাজে ৭ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঘোষণা ,
৭১ এর মুক্তিযুদ্ধে বাঙ্গালীকে যা যুগিয়েছিল প্রেরণা ;
বঙ্গবন্ধু সেদিন বজ্রকন্ঠে বললেন ,'এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম  ।'


২৫শে মার্চের কালরাতে পাক হানাদারদের হুংকার ,
রক্তে রঞ্জিত বাংলা চারিদিকে বাঙ্গালীর আর্তচিৎকার ;
প্রতিরোধ করে বাঙ্গালীরা মুক্তিযুদ্ধে পড়ে ঝাপিয়ে ,
তীব্র লড়াই করে পাকসেনাদের মন দেয় কাপিয়ে ।


কানে বাজে আজও একাত্তরের জয়বাংলার জয়গান ,
মুক্তিসেনার আক্রমনে পাক সেনারা হলো খন খান ;
ত্রিশ লক্ষ বাঙ্গালীর রক্তে ভেজা এই বাংলার জনপদ ,
পঁচিশ বছরের নির্যাতন , নিতে হবে চরম প্রতিশোধ ।


দশ লক্ষ মা বোনের ইজ্জত লুটলো যে হানাদাররা ,
গেরিলা যুদ্ধে তাদের নাস্তনাবুদ করে মুক্তিসেনরা ;
স্বাধীনবাংলা বেতারের ঘোষনা গান আর চরমপত্র ,
বাঙালীর বুকে জাগায় প্রেরণা হাতে নিল সে অস্র ।


নয়মাসের যুদ্ধে লড়েছে বাঙ্গালী হয়েছে রক্তক্ষয় ,
তারপর ৭১ এর ১৬ই ডিসেম্বর হল চূড়ান্ত বিজয় ;
ভুলে নাই বাঙ্গালী সেসব কথা ভুলবেনা কোনদিন ,
মুক্তিযুদ্ধের স্মৃতি বাঙ্গালীর মনে থাকবে চিরদিন ।