বিশ্বাসেতে যদি থাক অন্ধ
অন্তরেতে যদি থাকে দ্বন্ধ
মুক্তির পথ খুঁজে পাবেনা ।
জ্ঞান যদি না থাকে পরিপূর্ণ
কথা কাজে হবে দর্পচূর্ণ ,
আবেগে ভুল তুমি করোনা ।


বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর,
একথাটি মানলে যাবে অনেক দূর;
পিছন ফিরে তাকাতে হবেনা ।
দূরে ঠেলে জড়াজীর্ণতা কুসংস্কার ,
দুর্নীতি পাপ পঙ্কিলতা অনাচার ;
বিপদে ভয় পেলে চলবেনা ।


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মূখে ,
তবু মানুষ কেন নাই সুখে;
জনতার কেন মুক্তি নাই ?
স্বার্থান্বেষী মানুষের ষড়যন্ত্রে ,
অবিশ্বাসী কু চক্রীদের মন্ত্রে
মুক্তিরও কোন উপায় নাই !


মুক্তির চেতনায় উজ্জেবিত প্রাণ ,
গাহি তাই সদা মানবতার গান ;
শোষনের শৃংখল ভাঙ্গতে চাই ।
মানুষের বৈরিতা মিটবে কখন ,
সাম্য মৈত্রী দেশে আসবে তখন ;
মুক্ত বিহঙ্গ সম বাঁচতে চাই ।