চৈত্র সংক্রান্তি শেষে এল বৈশাখ
এল নববর্ষ,
বুক কাপে দুরু দুরু নেই আজ
কারো মনে হর্ষ!
বন্ধ বইমেলা নেই কোন কোলাহল
হবেনা মঙ্গল শোভাযাত্রা,
বর্ষবরণে নেই আজ রঙের খেলা
বাড়ছে কেবল মরনযাত্রা।
করোনা মহামারীর প্রচন্ড দাপটে
জীবন হচ্ছে শাটডাউন, :
এই নববর্ষে বাঙালীর জীবনে এল
চূড়ান্ত এক লকডাউন।
রমনা বটমূলে ছায়ানট গান গাইবেনা
রমণীরা পড়বেনা লাল সাদা শাড়ি,
টিএসসি চত্বরে বসবেনা তারুণ‍্যের মেলা
বাঙালী দিচ্ছে এক ক্রান্তিকাল পাড়ি।
মাঠে ঘাটে বন্দরে বসবেনা বৈশাখী মেলা
কাচের চুরি কিনবেনা নববধু,
চৌদ্দ’শ আটাশের বর্ষবরণে নেই উচ্ছাস
স্বজন হারাবার কান্না আছে শুধু।
বর্ষবরণের গান তবু থেমে থাকবেনা,
বাজবে তা বাঙালীর মনে মনে,
এসো হে বৈশাখ এসো এসো হে.....
সেই চিরচেনা ছন্দ সুরে গানে।