নগর সভ‍্যতা মাতে বিজয় উল্লাসে
কত বেদনার স্মৃতি কত ভাঙ্গাগড়া
কত রক্ত কত শ্রম কত অশ্রুধারা
যুগ যুগ ধরে লেখা রবে ইতিহাসে


প্রকৃতি বদলে যায় মানুষের হাতে
গ্রামের মাটিতে তারা গড়ে ইমারত
মাটি খুরে পায় কত হীরা জহরত
নিত‍্য নব আবিষ্কারে মানুষেরা মাতে।


প্রযুক্তির ব‍্যবহারে উন্নত জগত
আধুনিক সভ‍্যতার পানে থাকে দৃষ্টি
ধনী গরীব বিভেদ মানুষের সৃষ্টি
যুদ্ধের দামামা বাজে হলে ভিন্নমত


ধ্বংসস্তুুপ থেকে জাগে বিক্ষুব্ধ জনতা,
নতুন করে সাজাতে নগর সভ‍্যতা।