দিন নাই রাত নাই বসে থাকি একা,
টাকা কড়ি কিছু নাই মনে নাই সুখ ;
অনাহারে কাটে দিন ব‍্যথা ভরা বুক ;
চাল নাই চুলো নাই ঘর বাড়ী ফাঁকা।


আশে পাশে কেউ নাই একা বসে থাকা,
প্রেম নাই প্রীতি নাই নাই ভালবাসা ;
যত করি ছলাকলা মিটবেনা আশা,
কি করে ঘুরাই সখী জীবনের চাকা


দুঃখ কষ্ট জীবনের চির সাথী আজ
বিপদে কোন বন্ধুর নেই আনাগোনা
দুই চোখে দেখি তাই বিরহের লাজ
আজ তারা নেই যারা ছিল জানাশোনা


যার আছে ভুরি ভুরি তার আরো চাই
নাই যার কিছু নাই কি করে বুঝাই।