ধর্ষিতা নারীর আর্তনাদ
তোমার বুকে কি একটুও কাপন জাগায় না ?
একতরফা এই সম্ভোগ
তোমার মনে কি একটুও বিতৃষ্ণা হয় না ?
যখন তোমার হাতে নির্যাতিতা
কোন এক এক নারী আত্মাহুতি দেয় ,
তোমার পৌরষত্ব প্রশ্নবিদ্ধ হয় ,
তোমার মানুষ্যত্ব নিয়ে কটুকথা হয় ।
তুমি কাপুরুষ তুমি হিংস্র দানব ,
তুমি ভালবাসতে জানোনা ;
গাইতে জানোনা প্রেমের গান ,
কবিতা শোনাতেও পারোনা ।
তোমার হাতে মাতৃত্ব মর্যদাহীন
ধুলোয় লুটায় নারীর নারীত্ব ,
কামনার দৃষ্টি নয় প্রেমের দৃষ্টি দাও
বন্ধু হও ছেড়ে প্রভূত্ব ।