কত অনুনয় কত যে বিনয় নয়নে অশ্রুধারা,
বিদায়ের ক্ষণে কাঁদে আনমনে  সে যে নয়নতারা ;
নাম নয় তার মেয়ে সে আমার নয়নতারা ডাকি,
নিল সে বিদায় যায় অজানায় দিয়ে মোরে ফাকি।
গোপনে সে যারে ভালবাসে নয় সে আমার চেনা,
তার হাত ধরে যায় আমায় ছেড়ে মন যে মানেনা ;
রাখিলাম যারে অতি আদরে রইবে সে দূরে দূরে,
ভাবিয়া এ মন হয় উচাটন বাঁধিব কেমনে তারে?
বিরহ ব‍্যথায় আমারে কাঁদায় হৃদয় উতলা হয়,
তবু চলে যায় যেতে দিতে হয় অবুঝ  ভালবাসায় ;
সে নয়নতারা রূপে জগতহারা খুব যে ছিল আদরের,
ভয় হয় মনে অতি সংগোপনে পাবে কি দেখা সুখের?