আসা যাওয়া সেতো নিয়তির খেলা
বাঁচার তাগিদে মোরা ভাসাই ভেলা.
যেতে নাহি চায় মন তবু যেতে হয়
সবার মনে কর্মই শুধু স্মৃতি হয়ে রয় ।


জীবনের যা কিছু আছে চাওয়া পাওয়া
আছে যত লেনদেন দেওয়া নেওয়া,
যত আছে না পাওয়ার যন্ত্রণা ক্রন্দন
শেষ হবে যদি থামে জীবনের স্পন্দন ।


জন্মিলে মরিতে হবে এ যে চিরন্তন
তবু বাঁচার লড়াই মানুষ করে আমরণ,
স্নেহ প্রেম ভালবাসা সব দেবো বিলিয়ে
স্মৃতি হয়ে রবো যাবনা কখনও হারিয়ে ।