নিরুদ্দ‍েশের যাত্রী আমি অজানার পথে ছুটছি,
চলার পথে শুধু সত‍্যিকারের বন্ধু আমি খুঁজছি ;
পদে পদে দেখি কত বাঁধা দুর্যোগ মহামারী,
দিকে দিকে শুনি আজ শুধু মৃত‍্যুর আহাজারী।


তবু থেমে নেই পথ চলা অবিরাম ছুটে চলছি,
মানুষকে ভালবেসে মানবতার কথা বলছি ;
লোকালয় দেখলেই সাম‍্যের গান শুধু গাইছি
অনাচার অবিচার শোষনের প্রতিবাদ করেছি।


মেঘলা আকাশ বজ্রের গর্জন অবিরাম বর্ষন,
বৃষ্টিতে ভিজে পথ ঘাট পিচ্ছিল দুর্গম নির্জন ;
অমাবস‍্যার আধার নামে,ওঠে কত ঝড় তুফান,
থামেনি তবু পথচলা,থামবে তা আসলে মরন।