রাতের আঁধারে তুমি কোন নিশাচর?
ঘুম ঘুম চোখ নিয়ে রাত জেগে রও,
কার সনে একা তুমি প্রেম কথা কও!
তোমারে খুঁজিয়া মরে বিশ্ব চরাচর।
রাত জাগা পাখি হলে ওগো নিশাচর!
জেনে রাখো এ ভুবনে তুমি একা নও,
ছবি হয়ে সাড়া দাও যে ই তুমি হও,
তোমাকে দেখাতে পথ জাগে দিবাকর।
অমাবস্যা রাতে কেন নিজেকে লুকাও?
পূর্ণিমার চাঁদ দেখে প্রেম দেয় দোলা,
মনের দরোজা তুমি রেখেছো কি খোলা?
খসে পড়া তারা হয়ে সুদূরে হারাও!
আকাশে বাতাসে ওঠে বিরহের ঝড়,
দেখা দিয়ে বলে যাও নও তুমি পর।