নিঃসঙ্গতাকে আমি
করেছি বরন
অসীম শূন‍্যতায়,
জীবনের উৎসবে
শব্দহীন মৌনতা
আমার আঙ্গিনায়।
চরম দীর্ঘশ্বাস
মেঘে ডাকা আকাশ
খোলা বাতায়ন,
প্রতিক্ষার প্রহর
স্তব্দতায় কেটে যায়
স্থবির  জীবন।
থেমে গেছে কোলাহল
অনলে গরলে
বিভৎস বিভাবরী,
সীমাহীন নির্জনতায়
একা আমি স্বস্থি
খুজিয়া মরি।