শেষ যে দিন মায়ের চোখে রেখেছিলাম চোখ
দেখেছিলাম নীরবে বলা শত অনুযোগ ,
কতটুকু ঋণ বাকী হয়নি করা তা  পরখ ;
শেষ প্রতিদান দেব ভেবেছি পাইনি যে তার সুযোগ ।


যে মা আময় গর্ভে ধরে  আনলেন দুনিয়ায় ,
যে মা আমায় আহার দিলেন ক্ষুধা তৃষ্ণায় ,
যে মা আমায় হাটতে শেখান দেখান সঠিক পথ ,
তারই দয়ায় খুঁজে পেয়েছি সুখী জীবনের রথ ।


যে মায়ের আচল তলে কাটিয়েছি  শিশুকাল ,
যে মায়ের স্নেহ মায়ায় ভুলছি সকল দুঃখ জ্বালা ,
যে মায়ের আদরে শাসনে গড়া এ জীবনকাল ,
সেই মা যখন হারিয়ে গেল এল সব হারাবার পালা ।


মাগো আমায় ক্ষমা করো পারিনি তোমায় ভাল রাখতে ,
সান্ত্বনা শুধু শেষ সময়ে পেরেছি তোমার কাছে থাকতে ;
আজ আল্লার কাছে আমার বেশী কিছু চাওয়ার নাই ,
চাই শুধু আল্লাহ্ , মা কে তুমি জান্নাতে দিও ঠাঁই ।


                ********



গতকাল ৮ই মে ছিল মা দিবস , গতকাল থেকেই মা কে নিয়ে কিছু লেখার চেষ্টা করছি কিন্তু লিখতে যেয়ে বারবার মা কে নিয়ে নানাকথা মনে পড়ছিল আর চোখের জলে ভাসছিলাম, ঠিক করে কিছুই লিখতে পারছিলাম না ; আমি মা হারা হয়েছি ইংরেজী ২০২০ সালের ১৬ই অক্টোবর তাই মায়ের স্মৃতি গুলো এখনও আমার মন কে  বেদনায় ভরিয়ে দেয়।


আজ এই সাঝ বেলাতে মনে হচ্ছে কিছু একটা লিখেছি তবে নিজেই বুঝতে পারছি না কি লিখলাম ! আসুন আমরা সবাই সবার মায়ের জন্য মঙ্গল কামনা করি ।