কালবৈশাখী ঝড়ে উড়ে যায় জড়াজীর্নতা
প্রলয় নাচন নেচে এল পহেলা বৈশাখ,
আকাশে মেঘের ঘনঘটা বজ্রের হাকডাক
ঝড়ো হাওয়া লয়ে এল পহেলা বৈশাখ ।


ধ্বংসের মাঝে নয়া প্রত্যয় বাঙালীর মনে
পহেলা বৈশাখ আসে আর গেথে দিয়ে যায়,
চৈত্রের অবসাদ ক্লান্তি দূর করে পহেলা বৈশাখ
মুছে যায় সব গ্লানি ভারী বৃষ্টির ঝাপটায় ।


নববর্ষে সূচনায় নানা রঙে সাজে বাংলা
পহেলা বৈশাখেই শুরু হয় বৈশাখী মেলা,
দুঃখ বেদনার স্মৃতি মুছে নতুনের আবাহনে
পহেলা বৈশাখ বাঙালীর প্রাণে দেয় দোলা ।