পহেলা বৈশাখে গানে গানে বলি
এসো হে বৈশাখ এসো ,
বাংলা মায়ের আঁচল পাতা
হেথায় এসে বসো ।
পহেলা বৈশাখে নবরূপে
সেজেছে বাংলাদেশ ,
পথে ঘাটে বসেছে মেলা
রমনী চলে নাচিয়ে কেশ ।
পরনে তার লালপাড় সাদাশাড়ী
মাথায় গাজরার মালা ,
ঢাকঢোল আর বাজনার শব্দ
কানে লাগায় তালা  ।
শহরে গ্রামে বাড়ীতে মেলায়
পান্তাইলিশ খাচ্ছে সবাই ,
বাঙ্গালীর প্রাণের স্পন্দন আজ
রমনার বটমূলে খুজে পাই ।
মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায়
চলে দোয়া ও প্রার্থনা ,
কল্যান কামনায় মঙ্গলশোভাযাত্রা
একথা সকলের জানা ।
ধনী গরীব ধর্মে বর্ণে মানুষে মানুষে
আজ নেই কোন ভেদাভেদ,
পহেলা বৈশাখ এসেছে আজ
করতে মলিনতার ব্যবচ্ছেদ ।