ফাগুন দিনে কৃষ্ণ চূড়ায় মন দিয়ে ভাসছে চোখের জলে ,
চৈত্র দিনে রৌদ্র তাপে মুখটি লুকায় শাড়ীর আঁচল তলে ;
কালবৈশাখী ঝড়ে তার হৃদয় খানা কোথায় হারিয়ে যায় !
মরা গাঙে বান ডেকেছে দেখতে এসে বিরহের গান গায় ।
ঝড়ের শেষে বৃষ্টি এসে নিত্য ভেজায় প্রতিমা র অঙ্গ তার ,
জ্যৈষ্ঠ মাসে প্রীয়'র তরে সাজিয়ে থালা সে করায় ফলাহার;
আষাঢ় শ্রাবণ ভরা যৌবন অবিরত প্রিয়'র সান্নিধ্য চায় ,
ভাদ্র আশ্বিনে কাশবনে মনটা তার অজানার পানে ধায় ।

কার্তিক অগ্রহায়ণে ব্যস্ত সে জীবনে ফসলের সমারোহে ,
পৌষ মাঘে শীতের ছোঁয়া লাগিয়ে প্রাণে শীতল হাওয়া বহে ;
বকুল ফুলের মালা হাতে দাঁড়ায় সে উজানতলীর হাটে ,
মালা বেচে কিনবে মেয়ে রঙিন চুড়ি পায়না নদীর ঘাটে ।
বাংলাদেশের পল্লী বালা সে ঘরে ফেরে চকিত চরণ ফেলে ,
অঙ্গে তার কাঁপন ওঠে থামায় তারে সাঁঝের বাতিটা জ্বেলে ।