একি কান্ড ঘটলো ঘরে ,
শব্দ হলো ধপাস করে ;
কে পড়লো হঠাৎ করে ,
চেয়ারখানা ভেঙ্গেচুরে ।


এতো দেখি পল্টু মামা ,
ধর ওনাকে কাপন থামা ;
ওনি একটু না হয় মোটা ,
তা ভাঙ্গবে চেয়ার গোটা ।


ওনার কথা যতই শুনি ,
জ্ঞান গরিমায় ধন্যি মানি ;
ওনি যখন খেতে বসেন ,
ইংরেজীতে ঠেকুর তোলেন ।


কথা বললে খই ফোটে ,
বসতে গেলে পাজামা ফাটে ;
নানি বলে ডেকে তাকে ,
জ্বালসনে আর তুই আমাকে ।


ডায়েট কন্ট্রোল করবি যত ,
মেদ ভুরি তোর কমবে তত ;
এক বসাতে খাসনে আর ,
মোরগ পোলাও প্লেট চার ।


অর্থ কড়ির নেই অভাব ,
পাল্টা তোর বদ স্বভাব ;
ঘুষ খাওয়া তুই ছেড়ে দে ,
মাগজটাকে এবার স্বস্থি দে ।