আমার হৃদয়ে রয়েছে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল,
মানবতা আর সত‍্যের পথে চলবো নড়বোনা একচুল ;
সুকান্ত আমার প্রেরণার উৎস আদর্শ কবি ফররুখ,
সোনার বাংলাকে ভালবেসে আমি খুঁজে পাই চিরসুখ ;
নদী যেমন হারিয়ে যায়  উদ্দাম সাগরের মোহনায়,
তেমনি হারাই আমি জসিমঊদ্দিনের পল্লী কবিতায়।
সতেন্দ্রনাথ, সুকুমার ছড়া ছন্দে জীবনের কথা বলেন,
ভালবাসি জীবনানন্দের রূপসী বাংলা, বনলতা সেন;
চর্চাপদ আর খনার বচন জীবন চলার পথ দেখায়,
সুনীল, শামসুর রহমান তারে সাজায় আধুনিকতায়।
কবি ও কবিতাকে পাথেয় করে আমি পাড়ি দেই প্রতিকূল,
আমার হৃদয়ে  রয়েছে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল।