রঙধনু রঙ মেখে তুমি এলে আজ এই মৃত‍্যু উপত‍্যকায়,
তোমার আগমনে বৃষ্টি নামে, ক্লান্তি আমার ধুয়ে মুছে যায় ;
বিদ‍্যুতের ঝলক দেখিয়ে তুমি এসছো মেঘের আড়াল হতে,
তোমার আগমনে উতলা হৃদয় আমার উল্লাসে ওঠে মেতে।


তুমি ভোরের নির্মল আকাশে রবির কিরণে উদ্ভাসিত হলে,
রোদেলা দুপুড়ে বটের ছাঁয়ায় ক্লান্ত পথিক হয়ে তূমি এলে ;
গোধুলী লগনে অ্স্তাচলে তুমি এসেছো বিদায়ের সুর তুলে,
রাতের আধারে পূর্ণিমায় পূর্ণ চাঁদ হয়ে আলো ছড়িয়ে দিলে।


ভোরের সোনালী রোদে পাখীর কলতানে তোমায় খুজে পাই,
অকপটে বলি তোমায় ভাললাগার কথা,  অব‍্যক্ত কিছু নাই ;
স্নেহ মায়ার স্নিগ্ধ পরশ নিয়ে এ ধরায় হল তোমার আগমন,
তুমি প্রেম ব‍্যকুল ভালবাসা, আমি  তোমাতেই হয়েছি মগন।


যুগে যুগে কত দুর্যোগ কত মহামারী এসেছে এ বসুধায়,
কালের আবর্তে বিলুপ্ত কত জনপদ, এল কত মহাপ্রলয় ;
তবু আজও টিকে আছে মানবজীবন নিয়ে প্রেমভালবাসা,
প্রেম! তুমি এলে তাই আছে মানবতা, করি বাঁচার আশা।