অবক্ষয়ের শেষ সীমানায় দাড়িয়ে
উন্মূখ হয়ে আছে পৃথিবীর সব জনপদ,
অপেক্ষায় আছে সবাই তাঁর জন্য
যে নিয়েছে পৃথিবী বদলের দৃপ্ত শপথ ।
অপেক্ষার প্রহর দীর্ঘতর হতেই বাড়ে হতাশা,
উদ্দাম হৃৎপিণ্ড উষ্ণ বুক গাঢ় লাল রক্ত ;
সবকিছু মনে করিয়ে দেয় আমরা ভাল নেই,
স্বপ্ন দেখি আর হই মরিচিকায় আসক্ত ।
তবু অপেক্ষায় থাকি, কবে আসবে সে ঝড়,মহাপ্লাবন?
যা ভেঙ্গেচুরে ধুয়ে মুছে নিয়ে যাবে সব জন্জাল,
রেখে যাবে কীর্তি তার জালিমের প্রাচীর ভাঙ্গার
মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে তা বহুকাল ।