সবুঝ শ্যামল মাঠ প্রান্তর প্রকৃতির দানে ভরা,
নদী নালা ধানক্ষেত সবই উর্বর মাটিতে গড়া ;
ভোরের শিতল স্নিগ্ধ বাতাসে প্রাণ জুড়িয়ে যায়,
সোনালী রোদ্দুর চিকমিক করে ঘাসের ডগায় ।
বৈশাখে দেখি তার রুদ্র মূর্তি কালবোশেখী ঝড়ে ,
আষাড় শ্রাবণে বৃষ্টি কেবল অজোড় ধারায় পড়ে ;
শরৎ এলেই ঢেউ বয়ে যায় শ্বেত শুভ্র কাশবনে ,
হেমন্তে ফসল তুলে ঘরে চাষা গান গায় আনমনে ।
শীতের সকালে পাতায় পাতায় ঝড়ে শিশিরকনা ,
বসন্তে পথে ঘাটে সবাই আকে নানা রঙের আলপনা ;
ছয় ঋতুতে ছয়টি রূপে দেখি তারে প্রাণভরে,
তাকে ছেড়ে দূর প্রবাসে থাকবো কেমন করে !  
রূপ দেখে তার হৃদয়ে জাগে ভাললাগার আবেশ ,
সে যে আমার প্রিয় জন্মভূমি প্রিয় বাংলাদেশ ।