প্রিয়তমা, তুমি শুধু আমার আমি তোমাকেই ভালবাসি;
শত কষ্ট দাও তবু বারবার তোমার কাছেই ফিরে আসি ।


তোমার মুখের হাসি যেন স্বচ্ছ জলের অবিরাম ঝর্ণা ধারা.
তোমায় কাছে পেলে, শিহরন জাগে মনে, হই আত্মহারা ।


রাত গভীর হলে জ্যোৎস্না নিভে যায় আধার নেমে আসে ,
উচ্ছ্বসিত হৃদয় আমার উথাল পাথাল তোমায় ভালবেসে ।


ছলনার জালে বেঁধে বারবার তুমি আমায় আঘাত করো ,
দূরে থাকার যন্ত্রনা সেও তুমি  দাও আমায় যত পারো  !


তবু আমি ভেঙ্গে পড়বো না তোমাকে ভুলতে পারবোনা,
অথই সাগর পারি দেব তবু তোমার পিছু ছড়বো না ।