এ পৃথিবী কার দান কি বলে বিজ্ঞান ?
একগুচ্ছ সংঘর্ষের ফল এ পৃথিবী .
সংঘর্ষ জ্বলন্ত লাভা তপ্ত প্রতিচ্ছবি ;
বিজ্ঞান বলে এ শুধু প্রকৃতির দান।
ধর্ম বলে আছে এক বিশ্বের বিধাতা ,
আকাশ পাতাল মর্তে যা কিছু রয়েছে ,
সব তার ইশরায় সৃজন হয়েছে ;
তিনি মহা শক্তিধর দক্ষ সৃষ্টিকর্তা।


নেই কোন ইতিহাস সবই কল্পনা ,
লক্ষ কোটি বর্ষ আগে মানুষের সৃষ্টি ,
ধীরে ধীরে গড়ে ওঠে সভ্যতা ও কৃষ্টি ;
মানুষ আঁকে যে যার মতন আল্পনা।
ভাবনা নয় বিশ্বাসে মিলবে উত্তর ,
যা কিছু মঙ্গলময় খুঁজো তা সত্বর ।