আমার ডালিম গাছে এবার  একটিও ডালিম ধরেনি,
বাগানের কোন গাছেই ফুল ফোটেনি কৃষ্ণচূড়া ছাড়া!
চারিদিকে দুর্যোগের ঘনঘটা বজ্রের প্রচন্ড হুংকার,
বৃক্ষরাজী যন্ত্রণায় করে ছটফট ঝড়ের ঘূর্নি হাওয়ায়।
আমপান ইয়াস আর করোনা মহামরীর তান্ডবে,
জনপদে আজ শুধু হাহাকার ক্ষুধা মন্দা দারিদ্রের ;
তবু আমরা চুপ থাকি নিজেদের নিয়ে শুধু ব‍্যস্ত থাকি,
মানবিক মূল‍্যবোধ আজ পদদলিত ক্ষমতার দাপটে।
ধনীরা আরও ধনী হচ্ছে গরীবেরা হচ্ছে সর্বহারা,
ক্রমশঃ ব‍্যবধান বাড়ছে তবু প্রতিবাদের ভাষা নেই ;
প্রকৃতি তাই প্রতিশোধের নেশায় অস্থির হয়ে আছে,
নিয়ে এল সে মহামারী দুর্যোগ টর্নেডো সাইক্লোন।
মরছে মানুষ কাটছে গাছ কমছে অক্সিজেন,
আমার বাগানে চলছে অনশন ভ্রমরও এলনা ;
চলো প্রতিদিন একটা করে গাছ লাগাই যতনে,
অক্সিজেন ভরা পরিবেশ গড়ি ভাইরাস নিধনে।